রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : মোরেলগঞ্জ শেখ রেশমা নামে এক হিজড়াকে ১ বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদক বহন ও বিক্রির দায়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা তাকে এই দ-াদেশ দেন। শেখ রেশমা মংলা পোর্টের নতুন কবরস্থান এলাকার মো. ওমর আলী শেখের সন্তান। জানা যায়, বুধবার রাতে পুলিশের মোরেলগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে আটক হয় রেশমা। পুলিশ তার নিকট থেকে ৪৫ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার একটি বাটখারা, একটি ছুরি ও গাঁজা বিক্রির কিছু টাকা জব্দ করে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে সোপর্দ করা হয় ভ্রাম্যমাণ আদালতে।
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করতে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা তথ্য অফিস। প্রধানমন্ত্রীর কার্যালয় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ই-সেবা সম্পর্কিত নানা দিক তুলে ধরেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মল্লিক সারদিল উল্লা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।