Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

তেইশ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণের ২৩ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী। থানায় মামলা দায়েরের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ ছাত্রীটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। এমতাবস্থায় অপহৃত স্কুলছাত্রীর পরিবার মেয়েকে ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবীর ভুলসোমা গ্রামের নরেশ চন্দ্র বিশ্বশর্মার মেয়ে (১৪) স্থানীয় পীতাম্বরপাড়া মুসলিম বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসার যাওয়ার পথে একই গ্রামের প্রতিবেশী আবদুল মোতালেবের ছেলে মাসুম মিয়া (১৭) মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত। গত ১৫ মার্চ ওই কিশোরী বিদ্যালয়ে যাওয়ার পথে মাসুম মিয়া তার কয়েক সঙ্গীকে সাথে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কিশোরীর বাবা নরেশ চন্দ্র বিশ্বশর্মা বাদী হয়ে গত ১৯ মার্চ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩ জনকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ মেয়েটি উদ্ধার ও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই মাসুদ জামেলী বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্রীটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেইশ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ