Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তান নূর মোহাম্মদ সিকদারকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার তালা পূর্বপাড়া গ্রামে। নিহত নূর মোহাম্মদ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদারের ছেলে। এ ঘটনায় গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নসিরাত জাবিন নি¤œীর আদালতে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদার বাদি হয়ে আক্তার মোল্লাসহ ৬ জনকে আসামী করে গতকাল বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে গোপালগঞ্জ সদর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সোবহান জানিয়েছেন, গত ৩১ মার্চ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদারের গরু প্রতিবেশী আক্তার মোল্লার জমির খায়। আক্তার মোল্লা গরু ধরে খোয়রে দিতে গেলে স্থানীয়রা বিষটি মিটিয়ে দেন। পরে  লিয়াকত আলী সিকদার ও আক্তার মোল্লার ছেলে, মেয়ে জামাইসহ স্বজনদের সাথে কথা কাকাটি হয়। লিয়াকত আলী সিকদারের ছেলে নূর মোহাম্মদ সিকদার তার শিশু পুত্রকে কোলে করে ঘটনাস্থলে আসে। বাকবিত-ার একপর্যায়ে আক্তার মোল্লার ছেলে দুলাল মোল্লা দোকানের ঝাপের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ এপ্রিল নূর সোহাম্মদ মারা যায়। মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদার বলেন, আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকা-ের বিচার চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ