Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত দেশে ফিরতে শিলংয়ে রায়ের অপেক্ষায় সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ৮:০২ পিএম

শিলং নির্বাসিত জীবনের ৪র্থ বছরে দ্রুত দেশে ফিরতে মামলার রায়ের অপেক্ষা করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ থেকে ৩ বছর আগে গুম হওয়ার ৬২ দিন পর এই দিনে ভারতের শিলং রাজ্যে পাওয়া গিয়েছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আজ ১১ মে তাঁর গুম হওয়া থেকে ফিরে আসার ৪র্থ বছর। আর সেই থেকে সালাহউদ্দিন আহমদ সেখানেই (শিলং) নির্বাসন জীবনযাপন করে আসছেন।
২০১৫ সালের ১১ মে আজকের এই দিনে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে একটি গাড়ী থেকে নামিয়ে দিয়ে তাঁকে মুক্তি দেয়া হয়েছিল। সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলং এ অবস্থান করছেন আজ দীর্ঘ তিন বছর। তিনি বর্তমানে শিলঙে অবস্থানকালে শারীরিকভাবে ভাল আছেন। যদিও চিকিৎসার জন্য দিল্লীতে আসা যাওয়া করেছেন বেশ কয়েকবার। ভারতীয় একটি পাসপোর্ট এ্যাক্ট আইন মামলায় জড়িত হয়ে দীর্ঘ তিন বছর যাবৎ তিনি ভারতের শিলং এ অবস্থান করছেন এবং তিনি সেখানে জামিনে মুক্ত ও খোলা অবস্থায় জীবন যাপন করছেন।
সূত্র আরো জানায়, তিনি বাংলাদেশে আটক পরবর্তী ঘটনার পর এ বিষয় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রমাণাদি ভারতের বিচারাধীন আদালতে উপস্থাপন করেছেন। এসব প্রমাণাদি দেখে বিচারক উক্ত মামলা থেকে খালাস দেবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। তিনি নামাজ দোয়া, কোরআন হাদিস, পত্র-পত্রিকা ও বই পড়ে মেঘালয়ের শিলং এ নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
সূত্র মতে, বিগত ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে একদল সাদা পোশাকধারী লোক, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আটক করে। ওই সময় তারা তাঁকে গামছা দিয়ে চোখ বেঁধে গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দীর্ঘ ৬২ দিন একটি অজ্ঞাত স্থানে আটক রাখার পর, পরবর্তীকালে ২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয়ের শিলং শহরে তিনি উদ্ধার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ