বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় এক কৃষি শ্রমিক লাশ উদ্ধার করেছে করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ত্রিমোহন এলাকার একটি মাঠ লাশ পড়ে থাকতে দেখে স্থানয় লোকজন থানায় খবর দেয়। উদ্ধার করা লাশটি একদন্ত ত্রিমোহন এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র রেজাউল করিমের বলে তার আত্মীয় স্বজনরা সনাক্ত করা পর ময়না তদন্তের জন্য সকাল ১১টার পর পাবনা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠনো হয়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, রেজাউল করিম পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। কয়েকদিন আগে সিলেট জেলায় ধান কাটার কাজ শেষে করে বাড়ী আসেন। বুধবার দুপুরে সে বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হত্যার মোটিভ এখনও জানা যায়নি। পুলিশ পূর্বেও ন্যায় একই বক্তব্য দিয়েছেন, হত্যাকারী এবং মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে। এপ্রিল থেকে মে মাসের ১০ তারিখ পর্যন্ত কয়েকজন নিহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম , এই সব হত্যাকাণ্ডের মোটিভ দ্রুত উদঘাটন এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিলেও সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তা লাশের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া সংশ্লিষ্ট থানা পুলিশের কাজের গতি বেড়েছে বলে মনে হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।