Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ভাড়া ও জরিমানাসহ ৯১ হাজার ৭৫ টাকা আদায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:৫৬ পিএম

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৭০ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ৯১ হাজার ৭৫ টাকা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন বিভিন্ন স্টেশনের ছয়টি ট্রেনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) উল্লাপাড়া, জামতৈল, বড়ালব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর জংশন, রাজশাহী, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, পার্বতীপুর, চিলহাটি, ঈশ্বরদী জংশন, ভেরামারা, পোড়াদহ, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, যশোর, খুলনা জংশন, স্টেশনগুলোতে বিনা টিকিটে ট্রেনে চড়া যাত্রীদের কাছ হতে ভাড়াসহ ৯১ হাজার ৭৫ টাকা আদায় করা হয়। ছয়টি ট্রেনের ৫৭০ যাত্রীর কাছ থেকে ভাড়া ৬৪ হাজার ৭৫ টাকা এবং ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


অভিযান চালানো যাত্রীবাহী ট্রেনগুলো হলো- ঢাকা থেকে রাজশাহীগামী ৭৬৯ নং আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস, রাজশাহী -চিলাহাটি-রাজশাহীগামী ৭৭৩-৭৩৪ নং আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী হতে ছেড়ে আসা খুলনাগামী ৭৬২ নং আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকা হতে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নং আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, ঢাকা হতে ছেড়ে আসা দিনাজপুরগামী ৭৫৭ নং দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহী হতে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী ৭৩১ নং আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস।

অভিযানে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম মিঠু, সেলিম রেজা, নৃপেন কুমার দাস, সাইদুল ইসলাম, আলেয়া জাহান, কিশোরী মোহন, রবিউল ইসলাম, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Shsamim ১০ মে, ২০১৮, ১:০১ পিএম says : 0
    Tiket kinte gele bole tiket nai, train a TT taka nay kintu tiket dayna.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ