Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ৭১ রানে অলআউট, ৮৬ বলে হার!

নারী দলের দক্ষিণ আফ্রিকা সফর

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : প্রস্তুতি ম্যাচে ৯০ রানের জয় পাওয়া বাংলাদেশ নারী দল এরপরই যেন খেই হারিয়ে ফেলেছে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও লজ্জা নিয়ে হেরেছে রুমানা-সালমা-জাহানারারা। টানা তিন ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ আর দুই ম্যাচ হাতে রেখেই ৩-০তে লিড নিয়েছে প্রোটিয়ারা। কিম্বার্লিতে তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।
প্রথম ম্যাচে স্বাগতিকরদের বিপক্ষে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছিল। ১০৬ রানে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৯ রান করে, ম্যাচ হেরেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। তৃতীয় ম্যাচে আরও বড় লজ্জা পেয়েছে বাংলাদেশ। ৩৬.৫ ওভারে মাত্র ৭১ রানেই অলআউট হয় রুমানার দল। জবাবে, ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ফারজানা হক, আরেক সেঞ্চুরিয়ান রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, জাহানারা আলম, নাহিদা আখতার, খাদিজাতুল কুবরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৯৭ বলে তিনটি চারের সাহায্যে অপরাজিত ৩৩ রান করে লজ্জা বাড়তে দেননি উইকেটরক্ষক নিগার সুলতানা। আর ৪১ বলে ১২ রান করেন পান্না ঘোষ। নিগার-পান্না বাদে সবাই এক অঙ্কের ঘরেই বিদায় নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা তিনটি, মারিজান্নে ক্যাপ দুটি উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার লিজেল লি ৫১ বলে ৫টি চার আর একটি ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার স্টেইন ১২ রানে বিদায় নেন। ছেট্টি করেন অপরাজিত ১৫ রান। একমাত্র উইকেটটি নেন নাহিদা আখতার।
আগামীকাল চতুর্থ ও ১৪ মে সিরিজের শেষ ম্যাচটি খেলবে রুমানার দল। এরপর ১৭, ১৯ ও ২০ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে সালমা বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ