Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈয়ব চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গোল্ডেন স্পোর্টিং ক্লাব আয়োজিত রেকট্যাঙ্গেল র‌্যাপিড রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার তৈয়বুর রহমান। গতকাল দাবা ফেডারেশনে অনুষ্ঠিত সাত খেলায় ছয় পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি। সমান পয়েন্ট নিয়ে একই দলের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানার-আপ হন। ফিদে মাস্টার তৈয়ব ও গ্র্যাান্ড মাস্টার জিয়াউর অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতির পারস্পারিক ফলাফলে তৈয়ব জয়ী হন জিয়ার বিপক্ষে। ফলে তিনিই চ্যাম্পিয়ন হন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয়, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান চতুর্থ ও বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ পঞ্চম হন। বিশেষ পুরস্কার জেতেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, অনুর্ধ্ব-১৬ পুরস্কার পান তাহসিন তাজওয়ার জিয়া এবং রেটিং ক্যাটাগরি পুরস্কার জেতেন মো: আবদুর রশিদ, মো: আতাউর রহমান ও মো: আনোয়ার হোসেন। খেলা শেষে বিজয়ীদের নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ