Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচআরডবিøউ প্রতিনিধিকে ইসরাইল ত্যাগের নির্দেশ

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিনিধিকে ১৪ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাইলকে বর্জন করার এক ক্যাম্পেইনকে সমর্থন দেওয়ার অভিযোগে ওমর শাকির নামের ওই মানবাধিকারকর্মীকে এ নির্দেশ দেয়া হয়েছে। ওমর শাকির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা বন্ধ রাখতে ইসরাইল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ইসরাইল সরকারের এ সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি। হিউম্যান রাইটস ওয়াচের ইসরাইল ও ফিলিস্তিন সংক্রান্ত পরিচালক হিসেবে নিয়োজিত আছেন ওমর শাকির। যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। গত বছর ইসরাইল শুরুতে শাকিরকে ওয়ার্ক পারমিট দিতে অস্বীকৃতি জানিয়েছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ