Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি সিরিয়ার

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে রাজধানী দামেস্কের দক্ষিণে কিশওয়া অঞ্চলে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মঙ্গলবার এ খবর জানায়। সানা জানায়, মঙ্গলবারের এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দেশটিতে একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, এ হামলায় সরকারসমর্থক একটি বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে ওই এলাকায় ব্যাপক গোলযোগের শব্দ শোনা যায়। সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী এক কমান্ডার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক দল দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক গুদামকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়। এতে ইরান রেভ্যুলেশনারি গার্ড ও শিয়া রক্ষীবাহিনীর সদস্যরা নিহত হন। এ ব্যাপারে এখনো মুখ খোলেনি ইসরাইল। তবে তারা আগেই জানিয়েছে, তারা সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতি থামাতে বদ্ধপরিকর। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার এয়ার ডিফেন্স দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক আঞ্চলিক জোটের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলি বিমান বাহিনী কিসবেহে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এসব বিবৃতির বিষয়ে জিজ্ঞেসা করা হলে ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, এসব বিদেশি প্রতিবেদনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। সিরিয়ায় গত সাত বছর ধরে গৃহযুদ্ধ চলছে। বিবিসি, এসএএনএ।



 

Show all comments
  • ১০ মে, ২০১৮, ১০:৩০ এএম says : 0
    israil is selfish and childkiller
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ