Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হান্ড্রেড টু নট আউট’ প্রত্যাশিত সাড়া জাগিয়েছে

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম


গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত তিনটি ফিল্মের মধ্যে দুটির অনুকূল বাণিজ্যিক সম্ভাবনা ছিল, ঝুঁকিও ছিল। তবে শেষ পর্যন্ত অন্তত ‘হান্ড্রেড টু নট আউট’ বাণিজ্যিক সাফল্য তো পেয়েছে, সঙ্গে সমালোচকদের আনুকূল্য। আর, ‘ওমের্টা’ আয়ে পিছিয়ে থাকলেও প্রশংসায় খুব পিছিয়ে নেই।
২৭ বছর পর অমিতাভ বচ্চন আর ঋষি কাপুরকে এক সঙ্গে দেখা গেল ‘হান্ড্রেড টু নট আউট’ ফিল্মটিতে; এতে অমিতাভ ঋষি রূপায়িত চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। প্রযোজনা ও পরিচালনা করেছেন উমেশ শর্মা। শুক্রবার ৩.৫২ কোটি রুপিতে শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটি আয় করেছে ১৬.৬৫ কোটি রুপি। সোমবারের আয় ৩.২ কোটি রুপি।
ক্রাইম ড্রামাটি ‘ওমের্টা’ ফিল্মটিতে হানসাল মেহতার পরিচালনায় অভিনয় করেছেন রাজকুমার রাও, রাজেশ তাইলাঙ, রুপিন্দর নাগরা, কেবাল অরোরা, টিমথি রায়ান, কাল্লিরয় তজিয়াফেতা এবং হরমিত সিং। ফিল্মটি মাত্র ৫৪ লাখ রুপিতে যাত্রা শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ৩.২৭ কোটি রুপি।
ছবিঃ নট আউট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘হান্ড্রেড টু নট আউট’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ