Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানি জমিতে শস্য চাষ বাড়াবে মাটির উর্বরতা

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ৫:০৯ পিএম

আমন ও বোরো ধান চাষের মধ্যবর্তী সময়ে ( প্রায় ৬০ থেকে ৮০ দিন) জমিতে লিগনোসাস শিম, বরবটি, মুগ, মটরশুটি, সয়াবিন ও ফ্রেঞ্চ শিম জাতীয় শস্য চাষ সম্ভব। এ ছয়টি শস্য চাষ করলে জমিতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি বাড়বে মাটির উর্বরতা। বুধবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘ধান ও শিম জাতীয় শস্য চাষে বৃদ্ধি পাবে উৎপাদন, পুষ্টি ও জমির উর্বরতা’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকবৃন্দ।

প্রকল্প প্রধান অধ্যাপক ড. মো. সোলাইমান আলী ফকিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, বাকৃবি রিসার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার ও কেজিএফয়ের পোগ্রাম স্পেসিয়ালিস্ট ড. মো. হজরত আলী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির ও স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিনার কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উর্বরতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ