নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শুধু এবার নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতি মৌসুমেই রেফারিং নিয়ে একটা চাপা ক্ষোভ থাকেই। গেল মৌসুমে বার্নাব্যুর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও রিয়াল মাদ্রিদের হয়ে রেফারি বাঁশি বাজিয়েছিলেন বলে অভিযোগ ছিল। গেলবারের অভিযোগটা এবার সামনে আসে সেমিফাইনালে একই দলের বিপক্ষে জার্মান জায়ান্টরা একই ভাগ্যের শিকার হওয়ায়। তাই, আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়ীত্বে কে থাকছেন এ নিয়ে একটা বাড়তি আগ্রহ থাকেই।
আগামী ২৬ মে কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুলের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ম্যাচটি পরিচালনা করবেন সার্বিয়ান রেফারি মিলোরাড মাজিক। নামটি শোনার পর অনেকেই ভ্রু কুঁচকেছেন। এই রেফারিকে নিয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে উঠেছিল সমালোচনার ঝড়। জার্মানি আর পর্তুগালের ম্যাচে পেপেকে লাল কার্ড দেখিয়ে তিনি মাঠছাড়া করেছিলেন। জার্মানিকে পাইয়ে দিয়েছিলেন পেনাল্টি। ম্যাচ শেষে পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ মাজিককে ধুয়ে দিয়েছিলেন।
২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন ৪৫ বছর বয়সী মাজিক। এবারের মৌসুমে তিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ও দুটি ইউরোপা লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। গত বছর চিলি আর জার্মানির মধ্যকার কনফেডারেশন্স কাপ ফাইনালেও তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাজিকের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সহকারী হিসেবে থাকবেন আরেক সার্বিয়ান রেফারি মিলোভান রিসটিক ও ডালিবোর জুরডেভিক। চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের ক্লেমেন্ট টারপিন। অতিরিক্ত সহকারী রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন আরও দুই সার্বিয়ান নেনাদ জোকিক এবং দানিলো গ্রæজিক। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন নেমানজা পেত্রোভিক।
এদিকে আগামী ১৬ মে ফ্রান্সের লিঁওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক ডি মার্সেই আর অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে থাকছেন নেদারল্যান্ডসের বিওন কুইপার্স। আর ২৪ মে কিয়েভে অনুষ্ঠিতব্য উলফসবুর্গ এবং অলিম্পিক লিওঁ এর মধ্যকার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেফারির দায়িত্বে থাকবেন জানা আদামকোভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।