Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস ভাগ্যে সেমিতে তামিমের স্কুল

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বৈরী আবহাওয়ায় এবার ম্যাচ না খেলেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গেøারি স্কুল অ্যান্ড কলেজ। আর ভাগ্যের পরীক্ষায় জয়ী হয়েছে তামিম ইকবালের শৈশব স্মৃতি বিজরিত চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল। 
মৌলভী বাজার জেলা স্টেডিয়ামে টানা বৃষ্টি আর ভেজা আউট ফিল্ডের কারনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়। টস ভাগ্যে সেমিফাইনালের টিকিট পায় চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন সানশাইন গ্রামার স্কুল। এদিকে, ভেজা আউট ফিল্ডের কারনে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের শেষ কোয়ার্টার ফাইনাল নামিয়ে আনা হয় ৩০ ওভারে। বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী হাই স্কুলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগে সেরা চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। দলটি আগামীকাল মিরপুরের হোম অব ক্রিকেটের ফাইনাল নিশ্চিতের মিশনে মুখোমুখি হবে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ