Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিফাইনালে আবাহনী

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : শেষ দল হিসেবে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আবাহনী টাইব্রেকারে ৫-৪ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমিমাংসিত ছিল। ফলাফল নির্ধারণের জন্য সরিসরি টাইব্রেকারে ম্যাচ গড়ালে শুটআউটে আবাহনী পাঁচটির মধ্যে সবগুলোতেই গোল পায়। আর শেখ জামাল একটিতে ব্যর্থ হয়।
আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ঢাকা আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ। ১৩ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ আর রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। এছাড়া প্রত্যেকটি দল অংশগ্রহণ ফি পাচ্ছে ২ লাখ টাকা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ