নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশে বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ কয়েকজনের নাম আগেই দেওয়া হয়েছিল। একাদশ পূরণ করতে এবার দেওয়া হলো বাকিদের নাম। শেষ দুই নাম হিসেবে একাদশে জায়গা হয়েছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার লুক রনকি ও মিচেল ম্যাকক্লাগান।
৩১ মে লর্ডসে ঘূর্ণিঝড়ে ক্ষতি হওয়া ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম সংস্কারের অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। তাতে অধিনায়কত্ব করবেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। সাকিব-তামিমদের সঙ্গে বিশ্ব একাদশে খেলা নিশ্চিত করেছিলেন ভারতের দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসিরা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান।
ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করবেন কার্লোস ব্র্যাথওয়েট। ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলসসহ পুরো শক্তির দলই দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এমন আয়োজনে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন মরগান, ‘অনেকগুলো দেশ থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে তৈরি এই একাদশের নেতৃত্ব দিতে পারা অনেক গৌরবের ব্যাপার। আমি নিশ্চিত বিশ্ব একাদশ এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা সবাই লর্ডসে খেলার জন্য মুখিয়ে আছে। একটা ভালো কাজের জন্য সবাই জড়ো হচ্ছি, এটা দুর্দান্ত এক অনুভূতি। পুরো ক্রিকেট পরিবারের গর্বিত হওয়া উচিত, ক্যারিবিয়ানে স্টেডিয়াম পুনর্গঠনে এ ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে এবং খেলাটার উন্নয়নে কাজ করা হবে।’ প্রীতি ম্যাচ হলেও আইসিসি ম্যাচটিকে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাই অবসর নেওয়া রনকি, আফ্রিদিদের এক ম্যাচের জন্য আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে।
গত বছর আরমা ও মারিয়া নামের দুটি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কয়েকটি স্টেডিয়াম। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মোট ৫টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে।
বিশ্ব একাদশ : এউইন মরগান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, থিসারা পেরেরা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), লুক রনকি (উইকেটরক্ষক) ও মিচেল ম্যাকক্লাগান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।