Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক প্রস্তাব পাচ্ছেন ওয়েঙ্গার

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের পর আর্সেনালের ডাগআউটে আর দেখা যাবে না আর্সেন ওয়েঙ্গারকে। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২২ বছর সম্পর্ক কাগজে-কলমে ছেদ হচ্ছে। এদিকে বয়সও হয়ে গেছে ৬৮। তবে স্থান বদলালেও পেশা থেকে এখনই অবসর নেয়ার ইচ্ছা নেই ফরাসি কোচের। এজন্য এরই মধ্যে বিভিন্ন ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেতে শুরু করেছেন বলে জানান ওয়েঙ্গার। তো সেই প্রস্তাবটা কেমন? সেটা নাকি ‘প্রত্যাশার চেয়ে বেশী’, বলেছেন স্বয়ং ওয়েঙ্গার।
বর্তমান চুক্তি মোতাবেক আরো এক বছর হাতে থাকলেও গত মাসে ওয়েঙ্গার নিশ্চিত করেন, আর্সেনালের সঙ্গে সুদীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি ঘটাতে যাচ্ছেন তিনি। চলতি মৌসুম শেষেই তিনি আর্সেনাল ছেড়ে যাবার ঘোষণা দেন। সমর্থকদের রুদ্রমর্তি ধারনের চেয়ে সিদ্ধান্তটি নেয়ার কারণ হিসেবে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন নিজের শারিরিক ও মানষিক অবস্থাকে। তবে আর্সেনাল ছাড়ার পর তিনি নতুন করে এই দায়িত্ব পালনের আকাংখার কথাও জানিয়ে দেন।
সে লক্ষ্যে প্রাথমিকভাবে তিনি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের কোথাও কাজের সন্ধানে যোগাযোগ শুরু করেন। সুনির্দিষ্টভাবে কোথা থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছে সেটি না জানিয়ে নতুন চাকরির জন্য বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসার বিষয়টি উল্লেখ করেন তিনি।
গতকাল এক সংবাদ সম্মেলনে কোচের দায়িত্ব নেয়ার জন্য কোন প্রস্তাব পেয়েছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে জবাবে ওয়েঙ্গার বলেন, ‘হ্যাঁ। সেটি প্রত্যাশার চেয়েও বেশী। তবে এই মুহুর্তে আমি বর্তমান দায়িত্বটুকু ভালভাবে পালন করার চেষ্টা করছি। পরবর্তী কাজ নিয়ে এখনো আমি কোন প্রকার বিচার বিশ্লেষণে যাইনি। বর্তমান চুক্তি শেষ মুহুর্ত পর্যন্ত আমি ভালভাবে পালন করে যেতে চাই। এরপর আমি কিছুটা সময় বিশ্রাম নেব। তারপর সামনের দিকে তাকাব। আমার মস্তিস্ক এখনো সক্রিয় তাই কাজ খুঁজে বেড়াচ্ছে।’
তবে ইংলিশ কোন ক্লাবে কাজ করার ইচ্ছে নেই ওয়েঙ্গারের। তিনি বলেন, ‘এই মুহুর্তে ইংলিশ কোন ক্লাবে কাজ করাটা আমার জন্য কঠিন হবে। তাই সেই দিকে এখন জোর দিচ্ছি না। বরং এখন আমি আমার সংবাদ সম্মেলনে শেষ করতে চাই আর্সেনালের সহ-সভাপতি ডেভিড ডিয়েনকে মনে করে। কারণ তিনিই আমাকে এখানে নিয়ে এসেছিলেন। প্রিমিয়ার লিগ নিয়ে তার বিশেষ একটি লক্ষ্য ছিল। এখানে যখন কেউ আমাকে চিনতেন না, তখন তিনি আমার মত একজন বিদেশীকে নিয়ে এসে সুযোগ করে দিয়েছিলেন। তিনি আমার কাছ থেকে স্পেশালশযড়শড়হ(১)০৮-০৫-১৮

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ