Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু সমঝোতা মেনে চলবে ইইউ

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলবে ইউরোপীয় ইউনিয়ন। তারা তাদের ভাষায় বলেছেন, বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এ পদক্ষেপ হবে সবচেয়ে ভালো উপায়। এদিকে, জার্মানির রাজধানী বার্লিনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ তার ভাষায় সাংবাদিকদের কাছে বলেন, আমরা পরমাণু সমঝোতা রক্ষা করতে প্রতিশ্রæতিবদ্ধ কারণ এই সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে রক্ষাকবচ এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সঠিক উপায়। একই ধরনের কথা বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস। তিনি বলেছেন, “আমরা অব্যাহতভাবে বিশ্বাস করি যে, এই সমঝোতা বিশ্বকে নিরাপদ করেছে এবং সমঝোতা ছাড়া বিশ্ব অনেকটা অনিরাপদ হয়ে উঠবে।” ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হেইকো আরো বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা সংঘাত ডেকে আনতে পারে। পার্সটুডে।

 



 

Show all comments
  • বুলবুল আহমেদ ৯ মে, ২০১৮, ৩:১৪ এএম says : 0
    সবার আগে আমেরিকার মেনে চলা উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ