Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিনী তৎপরতার পরিণতি ভালো হবে না : চীন

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং গত সোমবার বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান, হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর তিনি এ কথা বলেন। হংকং ও ম্যাকাও চীনের দু›টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন। যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরণের বাধা না দিতে চীনের প্রতি আহŸান জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই আহŸানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখÐতার প্রতি সম্মান দেখানো। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ