Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবরুদ্ধ শেষ বড় ছিটমহল ছাড়ছে সিরীয় বিদ্রোহীরা

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরীয় বিদ্রোহীরা তাদের দখলে থাকা অবরুদ্ধ শেষ বড় ছিটমহল থেকে নিজেদের সরিয়ে নেওয়া শুরু করেছে। হাজার হাজার যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বাসে করে দেশটির উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় যেতে হামা ও হোমস শহরের মাঝামাঝি এলাকার ওই ছিটমহলটি ছাড়ছেন বলে জানিয়েছে বিবিসি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক রাশিয়ার বাহিনীর সঙ্গে এক চুক্তি অনুযায়ী এসব বিদ্রোহী যোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর সরকারি বাহিনী অভিযানের মুখে ছিটমহলটির নিয়ন্ত্রণ তাদের হাতে ছেড়ে দিতে বাধ্য হল বিদ্রোহীরা। এ ছিটমহলটির মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর রাস্তান অবস্থিত। আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির নেতা ও রুশ জেনারেলদের মধ্যে শুরু হওয়া দীর্ঘ আলোচনার পর বিদ্রোহীরা এলাকাটি ছেড়ে দিতে সম্মত হয়, যার শর্ত হিসেবেই তাদের উত্তর-পূর্বাঞ্চলের ইদলিবে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। বিনিময়ে বিদ্রোহীদের বহনকারী বাসকে পাহারা দেয়ার এবং ছিটমহলে থেকে যাওয়া বেসামরিক সুন্নিদের কাছাকাছি এলাকার বাসিন্দা শিয়া আলাউইতদের প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষার প্রতিশ্রæতি দিয়েছে রাশিয়ার মিলিটারি পুলিশ। ভারী অস্ত্রশস্ত্র জমা দিলেও ইদলিব যাওয়ার পথে বিদ্রোহী যোদ্ধাদের হালকা অস্ত্র বহন করার অনুমতি দেয়া হয়েছে।রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ