Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পর্ক স্বাভাবিক হলে ভারত-পাকিস্তান বার্ষিক বাণিজ্য হবে ৩০ বিলিয়ন ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ৮:৪৮ পিএম

দ্বিপাক্ষিক সম্পর্কে অনেক বাধা ও বিপত্তি সত্ত্বেও ২০১৬-১৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ২.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বাণিজ্যকে বছরে ৩০ বিলিয়ন ডলারে উন্নিত করা সম্ভব বলে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া মনে করেন।করাচি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (কেসিসআই) ভবনে চেম্বার নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি)’র ব্যাপারে সাংবাদিকরা হাই কমিশনারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, কিছু কারণে সিপিইসি’র ব্যাপারে ভারতের অবস্থান পরিষ্কার। তবে এই অঞ্চলের জন্য কানেকটিভিটি ভালো হবে। রাষ্ট্রদূত বলেন যে ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে অনেক ইতিবাচক দিক রয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সরকারগুলোর মনোভাবও ইতিবাচক। তবে বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্তগ্রহণের পরিবেশ তৈরির জন্য অন্তত ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।আর তাই ভারত পাকিস্তানের সিনিয়র নাগরিক ও ১২ বছরের কম বয়সীদের জন্য ভিসানীতি সহজ করে ভারত ছোট্ট একটি পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানবিক বিবেচনা থেকেও ভিসা ইস্যু করা হচ্ছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন পাকিস্তানী নাগরিকের ভিসা প্রসেস করার জন্য সাধারণত ৩০-৩৫ দিন সময় নেয়া হয়। তবে এখানকার ভারতীয় মিশন এই প্রক্রিয়া সহজ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়।ভারতে কোন অনুষ্ঠানে যোগ দিতে চাইলে একেবারে শেষ মুহূর্তে পাকিস্তানী ব্যবসায়ীদের জন্য ভিসা ইস্যু করা হয়-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনার আশ্বাস দিয়ে বলেন ভবিষ্যতে তারা সময় মতো ভিসা পাবেন।দুই দেশের মধ্যে যেন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে তাই নিজ নিজ সরকারকে চাপ দিতে ব্যবসায়ী সম্প্রদায়, সাধারণ জনগণ এবং প্রেসার গ্রুপগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ