Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিহত ছেলেকে গান স্যালুট দিলেন কাশ্মীরি মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ২:৪৭ পিএম

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সোফিয়ানে রোববার দেশটির সেনাবাহিনীর গুলিতে নিহত হিজবুল মুজাহিদিন নেতা সাদ্দাম পোদ্দারের মরদেহে গান স্যালুট দিয়েছেন তার মা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।-খবর টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার তাকে ও আরেক বিদ্রোহীকে দাফনের সময় কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান উচ্চারিত হয়েছে। দাফনের সময় একদল বিদ্রোহী এসেও তাদের গান স্যালুট দিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিম্নমানের ওই ভিডিওতে দেখা গেছে, কাশ্মীরের ঐতিহ্যবাহী পোশাক ফিরান পরিহিত ওই নারী তার ছেলেকে গান স্যালুট দিয়ে বিদায় জানাচ্ছেন।

২০১৪ সালে সাদ্দাম পোদ্দার হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। তিনি আরেক স্বাধীনতাকামী বরহান ওয়ানির ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন।

গত রোববার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে এক সহকারী অধ্যাপক রাফি বাটসহ আরও চারজনের সঙ্গে তাকেও ভারতীয় সেনাবাহিনী হত্যা করে।

রাফি ভাট গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তাকে আত্মসমর্পণ করাতে তার বাবা-মাকে গানডারবাল জেলা থেকে সোফিয়ানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি।

নিরাপত্তা বাহিনী যখন অভিযান শুরু করে তখন অধ্যাপক ভাট কমান্ডার সাদ্দাম পোদ্দারের সঙ্গে বৈঠক করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ