Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল উত্তর কোরিয়া

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জনগণকে বিভ্রান্ত না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণে তাদের যে আগ্রহ, তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপের কারণে, এমনটা ভাবার কারণ নেই। বরং এটি ভাবলে দুই দেশের মধ্যে আসন্ন শীর্ষ সম্মেলন ব্যাহত হতে পারে। সা¤প্রতিক বছরগুলোয় উত্তর কোরিয়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আরোপিত নানা ধরনের নিষেধাজ্ঞার ধাক্কায় রয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মস‚চির রাশ টেনে ধরতে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরিহার না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে যুক্তরাষ্ট্র বারবার উসকানি দিচ্ছে।
উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা বার্তা সংস্থা কেসিএনএকে বলেন, ‘কোরিয়া উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে উত্তর কোরিয়ার রাজি হওয়াকে ওয়াশিংটন বারবার নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যভাবে চাপ প্রয়োগের ফল বলছে যুক্তি দিচ্ছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেসিএনএকে বলেন, দক্ষিণ কোরিয়ায় কৌশলগণ সরঞ্জাম মোতায়েন করে ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার ইস্যুকে টেনে যুক্তরাষ্ট্র বারবার উত্তর কোরিয়াকে উসকানি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এ আচরণ দুই দেশের অনেক কষ্টার্জিত আলোচনার পরিবেশকে নষ্ট করে আগের অবস্থায় নিয়ে যেতে পারে। এমনকি এটি পরমাণু নিরস্ত্রীকরণে সহায়ক হবে না বলে মনে করেন এই কর্মকর্তা। স‚ত্র : রয়টার্স ও বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ