Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ রুপি কম দামে ডিজেল কিনতে ভুটানে ঢুকছে ভারতীয়রা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর ভুটান সীমান্তের কাছে ভারতের আসাম রাজ্যের লোকজন সীমান্ত পারি দিয়ে ভুটান গিয়ে কম দামে জ্বালানি কিনে আনছে। ভুটানের সীমান্ত শহর সামদ্রæপ জংখারে এটি এখন নিত্যদিনের চিত্র। আসামে যেখানে এক লিটার পেট্রোল ৭৬ রুপি সেখানে ভুটানে ৫২ রুপি। অন্যদিকে ডিজেলের দাম প্রায় ২০ রুপি কম। এক লিটার প্রিমিয়াম স্কচের দাম ভারতের চেয়ে ভুটানে ২০০০ রুপি কম পড়ে। ভুটানের মুদ্রা ও ভারতের রুপির মান একই। সীমান্ত এলাকায় দুই দেশের মুদ্রাই গ্রহণ করা হয়। তাছাড়া যাতায়াতেও কোন বাধা নেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লি. ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লি. ভুটানে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে। গত ১ জুলাই থেকে ভারতে জিএসটি কার্যকর হওয়ার পর ভুটানে ভারত থেকে যাওয়া সব পণ্যের ওপর শুল্ক শ‚ন্য হয়। কিন্তু পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক থেকে গেলেও তা ভুটানকে ফেরত দেয়া হয়। আবগারি শুল্ক না থাকায় ভারতের চেয়ে ভুটানে পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১৭% ও ১৪% কম দামে বিক্রি হয়। স‚ত্র : এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ