Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ৩:০২ পিএম

পৃথক বজ্রপাতে শেরপুরে স্কুলছাত্রীসহ চার জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল নয়টা থেকে বেলা বারোটার মধ্যে এসব ঘটনা ঘটে।
সকাল নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়িতে বজ্রপাতে মারা গেছে শারমিন নামে এক স্কুলছাত্রী। সে উপজেলার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। হালুয়াঘাট উপজেলার পাঘারিয়া গ্রামের সোহেল মিয়ার কন্যা ও নালিতাবাড়ী উপজেলার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শারমিন সকাল নয়টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে একই উপজেলার বাঘবেড় গ্রামে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের দুইটি গরু মারা গেছে।
এছাড়াও শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামে আব্দুর রহিম নামে এক কৃষক মাঠে ধান কাটা অবস্থায় বেলা পৌণে বারোটার দিকে বজ্রপাতে মারা গেছেন। সকাল পৌণে দশটার দিকে নকলা উপজেলার মোজারচর গ্রামে শহিদুল ইসলাম নামে এক যুবক মাঠ থেকে কাটা ধান নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে মারা যান। অন্যদিকে জেলার শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে সকাল ১১ টার দিকে কুব্বত আলী নামে এক কৃষক ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক (আরএমও) মো. আনিসুর রহমান তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারজনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ