Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ে ৪৮ঘন্টার হরতাল চলছে

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১:১২ পিএম

বাঙ্গালি গাড়ি চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃত তিন বাঙ্গালিকে উদ্ধারসহ তিনদফা দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ঘণ্টার হরতাল চলছে। আজ সোমবার বাঙালী ছাত্র পরিষদ এবং নাগরিক পরিষদের ডাকে এ হরতাল পালিত হচ্ছে।

সকাল ৬টা থেকে রাঙামাটি থেকে অভ্যন্তরে ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে সংগঠনগুলোর নেতাকর্মীরা রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। জেলা শহরের পৌর এলাকা, কলেজ গেইট, ভেদভেদী এবং মানিকছড়ি এলাকায় পিকেটাররা অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত বাঙ্গালি মাইক্রোবাস চালক সজিবের হত্যাকারীদের গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, মানিকছড়ি থেকে অপহৃত তিন বাঙ্গালিকে উদ্ধার ও সশস্ত্র কর্মকান্ড পরিচালনাকারী আঞ্চলিক দল জেএসএস-ইউপিডিএফকে নিষিদ্ধ সহ তিনদফা দাবিতে সোমবার পাহাড়ে টানা ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হরতাল চলছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ