Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসের হারে এগিয়ে মেয়েরা

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের থেকে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে বেশি জিপিএ-৫ পেয়েছে ছাত্ররা। জানা যায়, সারাদেশের সকল শিক্ষাবোর্ড মিলিয়ে মেয়েরা ৭৮ দশমিক ৮৫ শতাংশ পাস করেছে, ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। এছাড়া ৮ শিক্ষাবোর্ড মিলিয়ে মেয়েরা ৮০ দশমিক ৩৫ শতাংশ পাস করেছে, ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। গত বছরের তুলনায় মেয়েদের পাসের হার বৃদ্ধি পেয়েছে, গত বছর মেয়েদের পাসের হার ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৭০১ জন ছাত্র এবং ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী। অর্থাৎ, এবার ছাত্রীদের চেয়ে ৭৭৩ জন বেশি ছাত্র পূর্ণাঙ্গ জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৭ লাখ ৯২ হাজার ৯৭ জন ছাত্র; ৮ লাখ ৩২ হাজার ৩২৬ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ৮১৪ জন ছাত্রী এবং ৬ লাখ ২০ হাজার ৯৯১ জন ছাত্র এবার পাস করেছে।
ঢাকা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ৭০৭ জন, পাস করেছে ৮০ হাজার ২২৩, মেয়ে পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ৯৭৮ পাস করেছে ৬৯ হাজার ১২১জন। রাজশাহী বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪৭ হাজার ৫১৪জন, পাস করেছে ৪৪ হাজার ৯৯৭ জন, মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৬ হাজার ৫১৯জন, পাস করেছে ৩৫ হাজার ২৮১ জন। কুমিল্লা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৯৪১ জন, পাস করেছে ২৬ হাজার ৪১১, মেয়ে পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৯৩৮ পাস করেছে ২৫ হাজার ৩৮৪জন।
যশোর বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৬৪৮জন, পাস করেছে ২১ হাজার ২৬১, মেয়ে পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ৫৪৯ পাস করেছে ১৬ হাজার ৬৫০জন।
চট্রগ্রাম বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ১৬হাজার ৪৬৭ জন, পাস করেছে ১৪ হাজার ৭৫০, মেয়ে পরীক্ষার্থী ছিল ১৪হাজার ৩১৮ পাস করেছে ১২ হাজার ৯৫৮জন।
বরিশাল বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৬২৫ জন, পাস করেছে ১২ হাজার ৯৫৭, মেয়ে পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৪১৬ পাস করেছে ১১ হাজার ২৯৮জন।
সিলেট বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৩৫২ জন, পাস করেছে ১০ হাজার ৫৮৫, মেয়ে পরীক্ষার্থী ছিল ১১ হাজার ১৯৮ পাস করেছে ১০ হাজার ২৮৯জন।
দিনাজপুর বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪৮ হাজার ২২০ জন, পাস করেছে ৪৩ হাজার ৪০০, মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৫হাজার ৫১৬ পাস করেছে ৩৩ হাজার ৩৭জন। এছাড়া শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাÑ ১ হাজার ৫শ’ ৭৪টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাস

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ