Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে : ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

 নোয়াখালী ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করা শুরু করেছে। অবস্থার অবনতি হলে জেল কোড অনুযায়ী সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। 

তিনি বলেন, বিএনপি রাতের অন্ধকারে তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে নিজেদের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে প্রমান করলো। এখন যে কোন দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতায় গেলে নেতা ও মন্ত্রী হতে পারবেন। বিএনপি আন্দোলনে জনগনের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে।
মন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বিএনপি গঠনতন্ত্র পরিবর্তন করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিএনপির নির্বাচনে না এলে নির্বাচনী ট্রেন থেমে থাকবেনা।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহামন বাদল, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল প্রমূখ। দুপুরে মন্ত্রী কবিরহাট উপজেলায়ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ