Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাবিনাদের ২০-এ দুই

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ। টুর্নামেন্টে সাবিনারা তিন ম্যাচে ২০ গোল হজম করে মাত্র দু’গোল করতে পেরেছে। ‘বি’ গ্রæপে আগের দুই ম্যাচে মালয়েশিয়া ও ভিয়েতনামের বিপক্ষে যথাক্রমে ৭-১ ও ৭-০ গোলে হারের পর গতকাল চাইনিজ তাইপের বিপক্ষে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এ ম্যাচেও দাঁড়াতে পারেনি লাল-সবুজের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœ খেলা উপহার দিয়ে প্রথম মিনিটেই এগিয়ে যায় তাইপে। এসময় বাংলাদেশের গোলরক্ষক রুম্পা চাকমাকে ফাকি দিয়ে গোল আদায় করে নেন উই সুয়ান (১-০)। মিনিট দুয়েক পর লি ইয়া হুই ব্যবদান দ্বিগুন করেন (২-০)। ম্যাচের ১০ মিনিটে ফ্রি কিক থেকে তৃতীয় গোলটি করেন ইয়ং চিং (৩-০)। এর মধ্যে বেশ কিছু সুযোগ নষ্ট করে বাংলাদেশ। যার মধ্যে সানজিদা আক্তার ও মারিয়া মান্দাও সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে সু ওয়েন চাইনিজ তাইপেকে চতুর্থ গোল এনে দেন (৪-০)। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। মারিয়ার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক শটে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন (১-৪)। কিন্তু এরপরেই ফের গোলের খাতা খুলতে শুরু করে তাইপে। কো সু আর্থ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-১ এ। আর ম্যাচের শেষ মূহুর্তে বটম কর্ণার থেকে তাইপের হয়ে শেষ গোলটি আদায় করেন লিন ইয়াহুই (৬-১)। এই হারে গ্রæপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। অন্যদিকে বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে চাইনিজ তাইপে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ