Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিওএ’র পুরষ্কার পেলেন বাকি-শাকিল

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়ার গোল্ডকোষ্টে গত মাসে সমাপ্ত ২১তম কমনওয়েলথ গেমস শ্যুটিংয়ে রৌপ্যপদক জয়ী লাল-সবুজের দুই শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও শাকিল আহমেদের হাতে অর্থ পুরষ্কার তুলে দিলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গতকাল বিওএ’র সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক পাঁচ লাখ টাকা হারে এ দুই শ্যুটারের হাতে ১০ লাখ টাকা অর্থ পুরষ্কারের চেক তুলে দেন। একই সঙ্গে রৌপ্যপদক জয়ী দুই শ্যুটারের প্রশিক্ষক ক্লাভস জর্ন (১০ মিটার এয়ার রাইফেল) ও মার্কো সকিচ (পিস্তল) কে এক লাখ করে মোট দুই লাখ টাকা অর্থ পুরষ্কার দেয়া হয়। তবে এ দুই বিদেশী প্রশিক্ষকগণ বাংলাদেশে না থাকার তাদের পক্ষে চেক গ্রহণ করেন বাংলাদেশ শ্যুটিং দলের স্থানীয় প্রশিক্ষক গোলাম শফিউদ্দিন খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ