Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা কাপ কাবাডি চ্যাম্পিয়ন কুড়িগ্রাম

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা গ্রæপ স্বাধীনতা কাপ কাবাডির সেরা কুড়িগ্রাম জেলা। গতকাল বিকালে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে তারা তিনটি লোনাসহ ৫৮-৩৬ পয়েন্টে মাদারীপুরকে হারিয়ে শিরোপা জিতে নেয়। তবে ফাইনাল চলাকালে এক অনাকাঙ্খিত ঘটনায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা বিব্রত বোধ করেন। ফাইনাল চলছিল। প্রথমার্ধও পেরুয়নি। হঠাৎ করেই ঘুট ঘুটে অন্ধকার নেমে আসে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। মোবাইলের আলো জ্বেলে দর্শকরা নিজেদের উপস্থিতির জানান দেন। বিরক্তি নিয়ে দর্শকরা অপেক্ষায় থাকলে বেশ কিছু সময় পর বিদ্যুৎ আসে। যথারীতি খেলাও শুরু হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন কুড়িগ্রামকে ট্রফি ও এক লাখ এবং রানার্সআপ মাদারীপুর দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। এ সময় কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও এআইজি গাজী মোজাম্মেল হক এবং বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের প্রধান বিপণন কর্মকর্তা এমএম জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ