Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসিকাপ ফুটবলের উদ্বোধন

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় শুরু হয়েছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে জয় পায় গত আসরের চ্যাম্পিয়ন নয়ামাটি স্পোর্টিং ক্লাব। বিকাল চারটায় আলীগঞ্জ মাঠে এ ম্যাচে তারা ৩-১ গোলে হারায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ক্লাব সভাপতি কাউসার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, ইমতিয়াজ আহমেদ নকীব, আবদুল্লাহ পারভেজ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ জেড ইসমাইল বাবুল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ