Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রুমান সানা

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : শুরু হলো আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। গতকাল সকাল থেকেই খেলা শুরু হলেও টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে বিকালে। বেলা তিনটায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার,এমপি। এ সময় উপস্থিত ছিলেন আইএসএসএফের মহাসচিব মোহামেদ সালেহ আল গারনাস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল।
কাল টুর্নামেন্টের উদ্বোধনী দিন রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬৬ স্কোর করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন বাংলাদেশের রুমান সানা। সৌদিআরবের বিনালী আবদালেলাহ ৬৫২ স্কোর করে দ্বিতীয়স্থানে, বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলাম ৬৪৭ স্কোর করে তৃতীয়, তুরস্কের বেরেকেত বুরাক ৬৪৫ স্কোর করে চতুর্থ এবং এস্তোনিয়ার উনা মার্ট ৬৩৩ স্কোর করে পঞ্চমস্থান অর্জন করেন। অন্যদিকে কম্পাউন্ড বিভাগের মহিলা এককে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৭৬ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে প্রথমস্থানেই থাকলেন বাংলাদেশের রোকসানা আক্তার। ৬৭২ স্কোর করে দ্বিতীয়স্থানে এস্তোনিয়ার হোইম এমিলী, ৬৬৬ স্কোর করে ইরাকে আলমাসহাদানী ফাতিমাহ তৃতীয়, ৬৫৯ স্কোরে বাংলাদেশের বন্যা আক্তার চতুর্থ এবং ৬৫২ স্কোর করে স্বাগতিক দলের রিতু আক্তার পঞ্চমস্থান অর্জন করেন।
রিকার্ভ পুরুষ এককে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাংলাদেশের আরচ্যার রুমান সানা বলেন,‘ সকালের দিকে একটু বাতাস বেশি ছিল। এজন্য অনেকে স্বাভাবিকভাবে তীর ছুড়তে পারেনি। এক্ষেতেও আমি অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। তাই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পেরেছি।’ কম্পাউন্ড ইভেন্টের আরচ্যার আবুল কাশেম মামুন বলেন, ‘আমরা পদকের জন্য লড়ব। গত আসরে দেশের পতাকা যেভাবে তুলে ধরেছিলাম এবারও চাই সেভাবে তুলে ধরব।’
টুর্নামেন্টে ১৮ দেশের আরচ্যাররা অংশ নিলেও প্রথম দিনে সব ইভেন্টে অংশ নিতে পারেননি তারা। তবে বাংলাদেশের সর্বাধিক পদক জয়ের আশায় দ্বিমত পোষন করলেন মামুন। তার কথা, ‘ইরাক ও তুরস্কসহ ক’টি দেশের অনেক ভালো মানের আরচ্যার এসেছেন এবারের আসরে। তারা বিশ্ব পর্যায়ে পদক জিতেছেন। তাই এবার আমাদের সেরার খেতাব জেতাটা আগে থেকে বলা যাচ্ছে না।’ বাংলাদেশ কোচ ফ্রেডরিক মার্টিন বলেন, ‘প্রথম দিন হিসেবে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। অনেকে বলছেন, মানের স্তর নিয়ে। আমি যতটুকু জানি বিশ্বমানের খেলোয়াড়ও রয়েছে এ আসরে। বাংলাদেশের আরচ্যারদের জন্য অত্যন্ত ভালো একটা মঞ্চ এই টুর্নামেন্টটি।’ তবে টুর্নামেন্টের সৌন্দর্য্যহানী ঘটে ইরাক দল টার্ফ ছেড়ে বেড়িয়ে গেলে। প্রখর রোদে উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকতে এবং তাদের ডেলিগেটকে মঞ্চের সামনের সাঁরিতে বসতে না দেয়ায় এক পর্যায়ে তারা উদ্বোধনী ভেন্যু ছেড়ে বেরিয়ে হোটেলে চলে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ