নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রস্তুতি ম্যাচের ঝলকের কিছু অংশও যদি মূল লড়াইয়ে দেখা যেত তবে বাংলাদেশ নারী দলের দক্ষিণ আফ্রিকা মিশনটা স্মরণীয় হতে পারতো। তবে দুই ম্যাচের একটি তার ধারে কাছে তো যেতেই পারেনি, উল্টো লজ্জার পর লজ্জা দিয়ে যাচ্ছে রুমানা আহমেদের দল। নিজেদের সবচেয়ে বড় হার দিয়ে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল নারী দল। গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৬ রানে হারে বাংলাদেশ। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কের এই হারের আগে ওয়ানডেতে রানের দিক থেকে বাংলাদেশের মেয়েদের বড় হারটিও ছিল এই প্রটিয়াদের বিপক্ষেই, ২০১৩ সালে জোহানেসবার্গে ৯৫ রানে।
একই ভেন্যুতে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচেও লড়াই করতে পারল না রুমানা-সালমারা। ব্যাটিং ব্যর্থতায় একশ রানের নিচে গুটিয়ে গিয়ে আরেকটি বড় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৯০ রানের লক্ষ্য ১৯৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। ওয়ানডেতে উইকেটের দিক থেকে এটা যৌথভাবে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। গত বছর কলম্বোয় ভারতের বিপক্ষেও ৯ উইকেটে হেরেছিল তারা।
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডেতে রানের দিক থেকে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি ডেভিড ক্যাপেলের শিষ্যরা। টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। মিডল অর্ডারে যা একটু প্রতিরোধ গড়েন নিগার সুলতানা (১৭)। তিনি ছাড়া প্রথম ৮ ব্যাটারের কেউ দুই অঙ্কে যেতে পারেনি।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন দুটি স্কোর (৬০ ও ৬৮) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নবম উইকেটে পান্না ঘোষ ও জাহানারা আলমের দৃঢ়তায় দুটি স্কোরই পেরিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৭ রানের জুটি ভেঙে ফিরে যান জাহানারা আলম। তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি অতিথিদের ইনিংস। ২০ রানে অপরাজিত থাকেন পান্না। তিনটি করে উইকেট নেন আয়াবঙ্গা খাকা ও রিশিবে নটোজাখে।
ছোট লক্ষ্য তাড়ায় লিজেলি লির সঙ্গে ৬৫ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন লরা উলভার্ট। ৩৭ বলে ৩২ রান করা লিকে ফিরিয়ে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন সালমা খাতুন। ত্রিশা ছেট্টিকে নিয়ে বাকিটা সারেন ওপেনার লরা। ৫০ বলে তিনি অপরাজিত থাকেন ৩৭ রানে। আগামী বুধবার কিম্বার্লিতে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
স ং ক্ষি প্ত স্কো র
বাংরাদেশ নারী দল : ৩৯.৫ ওভারে ৮৯ (নিগার ১৭, পান্না ২০*, জাহানারা ১৮; খাকা ৩/১৩, কে’লাস ১/১৬, নটোজাখে ৩/১৬, নিকার্ক ১/১৯, টায়রন ১/৫)।
দ.আফ্রিকা নারী দল : ১৭.১ ওভারে ৯০/১ (লি ৩২, উলভার্ট ৩৭*, ছেট্টি ১৩*; সালমা ১/১৯, জাহানারা ০/২০, রুমানা ০/১১, ফহিমা ০/৭)।
ফল : দ.আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : আয়াবঙ্গা খাকা (দ.আফ্রিকা)।
সিরিজ : ৫ ম্যাচে ২-০তে এগিয়ে দ.আফ্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।