Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলকে চারটি এলাকা ছাড়তে প্রস্তাব দেবেন ট্রাম্প

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মে মাসেই তেল আবিব থেকে জেরুজালেমে ইসরাইলি দূতাবাস সরিয়ে নেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এই পরিকল্পনা বাস্তবায়নের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় তার আখ্যায়িত ‘শতাব্দীর সেরা চুক্তি’র বিস্তারিত জানাবেন। ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরিকল্পনার আওতায় দখলকৃত পূর্ব জেরুজালেমের চারটি এলাকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। গত বছরের ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেন। এ স্বীকৃতির পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইসরাইলের দখলকৃত জেরুজালেমে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায়। বিশ্ব স¤প্রদায়ও ইসরাইলের এই দখলদারিত্বকে বৈধতা দেয়নি। ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একক মধ্যস্ততা আর মানবেন না তারা। তা সত্তে¡ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য শতাব্দীর সেরা চুক্তি নামে একটি পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিজদর লাইবারম্যানের ওয়াশিংটন সফরের সময়ে মার্কিন কর্মকর্তারা তাকে এই প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেমের জেবেল মুকাবার, ইসাউইয়া, সুয়াফাত ও আবু দিসের নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। জেরুজালেম পোস্ট।

 



 

Show all comments
  • ভাবনা ৭ মে, ২০১৮, ২:২২ এএম says : 0
    মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, ইসরাইলকে মধ্যপ্রাচ্যে ছাড়া করতে হবে
    Total Reply(0) Reply
  • Md. Azim uddin ৭ মে, ২০১৮, ৫:৫৮ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন Filistanider purnango shadinota diya huk .thader abas bumi thader hata firia diya huk. we are picefull nation ,we want to globall pice.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ