মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মে মাসেই তেল আবিব থেকে জেরুজালেমে ইসরাইলি দূতাবাস সরিয়ে নেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এই পরিকল্পনা বাস্তবায়নের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় তার আখ্যায়িত ‘শতাব্দীর সেরা চুক্তি’র বিস্তারিত জানাবেন। ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরিকল্পনার আওতায় দখলকৃত পূর্ব জেরুজালেমের চারটি এলাকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। গত বছরের ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেন। এ স্বীকৃতির পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইসরাইলের দখলকৃত জেরুজালেমে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায়। বিশ্ব স¤প্রদায়ও ইসরাইলের এই দখলদারিত্বকে বৈধতা দেয়নি। ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একক মধ্যস্ততা আর মানবেন না তারা। তা সত্তে¡ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য শতাব্দীর সেরা চুক্তি নামে একটি পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিজদর লাইবারম্যানের ওয়াশিংটন সফরের সময়ে মার্কিন কর্মকর্তারা তাকে এই প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেমের জেবেল মুকাবার, ইসাউইয়া, সুয়াফাত ও আবু দিসের নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। জেরুজালেম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।