মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অস্টেলিয়াজুড়ে পালিত হলো ‘ওয়ার্ল্ড ন্যাকেড গার্ডেনিং ডে’। এদিন নারী-পুরুষ পুরো নগ্ন হয়ে তাদের বাগান পরিচর্যা করেন। এদিন তারা তাদের শরীরকে উন্মুক্ত রেখে পুরো শরীর দেখানোর স্বাধীনতা ভোগ করেন। এর মধ্যে একজন নারীকে দেখা যায় তার ছোট ছোট গুল্ম জাতীয় গাছের পরিচর্যা করছেন। তবে তার শরীরে কোনো পোশাক নেই। ব্রিসবেনে আরেকজন নারীকে টপলেস হয়ে তার বাগানে পানি দিতে দেখা যায়। অন্য একজন যুবতীকে দেখা যায় নিতম্বদেশ প্রদর্শন করছেন। তাতে আঁকা ট্যাট্টু। একজন বয়সী পুরুষকে দেখা যায় একেবারে উদোম শরীরে লনের ঘাস কাটছেন মেশিন ব্যবহার করে। আর প্রদর্শন করছেন শরীরের মাংসপেশী। বয়স্ক একজন নারীকে দেখা যায় লনে পাতা একটি চেয়ারে বসে আছেন। তার মাথায় শুধু একটি হ্যাট। এর বাইরে আর কোনো আবরণ নেই শরীরে। উল্লেখ, মে মাসে প্রথম শনিবারকে পালন করা হয় ‘ওয়ার্ল্ড ন্যাকেড গার্ডেনিং ডে’ হিসেবে। এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।