Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:৫১ পিএম, ৬ মে, ২০১৮


ব্রাজিলে নিহত ৯
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে রোগী বহনকারী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির হাইওয়ে পুলিশ। শনিবার ব্রাজিলের দক্ষিণালীয় পারানা রাজ্যে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে এ সংঘর্ষ ঘটে। সিনহুয়া।
ভয়ঙ্কর আগ্নেয়গিরি
ইনকিলাব ডেস্ক : ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি। নতুন করে সেখান থেকে লাভা নির্গত হচ্ছে যা আকাশে ৩০ মিটার (১০০ ফুট) পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটি থেকে নতুন করে লাভা নির্গত হওয়ায় কোনো বাসিন্দা সেখানে অবস্থান করলে তাদের দ্রæত সরে যাওয়ার তাগিদ দিয়েছে। বিবিসি।
দিল্লিতে সতর্কতা
ইনকিলাব ডেস্ক : ভারতে ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে কমপক্ষে ১২৪ জন নিহত হওয়ার পর দিল্লি সহ আশপাশের এলাকায় আজ রোববার বিশেষ সতর্কতা দেয়া হয়েছে। বলা হয়েছে দিল্লি, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, বল্লভগড়, খুরজাসহ বিভিন্ন এলাকায় প্রচÐ বজ্র-ঝড় হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ভারি বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া বিষয়ক বিভাগ থেকে এমন পূর্বাভাষ দেয়া হয়েছে। বলা হয়েছে একই অবস্থা আজ অব্যাহত থাকবে উত্তর প্রদেশের পশ্চিমাংশে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এনডিটিভি।
চীনা প্রধানমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : চীনা প্রধানমন্ত্রী লী কিকিয়াং ইন্দোনেশিয়া ও জাপানে সরকারি সফরের উদ্দেশ্যে রোববার বেইজিং ত্যাগ করেছেন। তিনি জাপানে ৭ম চীন-জাপান রক লিডার সভায় যোগ দেবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে’র আমন্ত্রণে লী এই সফর করছেন। চীনা প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, স্টেট কাউন্সিলর এবং মহাসচিব স্টেট কাউন্সিল জিয়াও জি এবং হি লাইফিং, ভাইস-চেয়ারম্যান ন্যাশনাল কমিটি অব দ্যা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটিটিভ কনফারেন্স এবং মিনিষ্টার ইনচার্জ অব দ্যা ন্যাশনাল ডেভলাপমেন্ট এন্ড রিফর্ম কমিশন। সিনহুয়া।

তিনগুণ বেড়েছে এনএসএ’র  ফোন নজরদারি
ইনকিলাব ডেস্ক : গত বছর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ৫৩৪ মিলিয়ন ফোন কল ও বার্তা সংগ্রহ করেছে। ২০১৬ সালের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুণ বেশি। একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সূত্রে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সালে এই ধরণের নজরদারিমূলক তথ্য সংগ্রহের সীমা নির্ধারণ করে এনএসএ-তে নতুন নজরদারি সিস্টেম চালুর দ্বিতীয় বছরেই তা বেড়ে গেছে তিনগুণ। ২০১৫ সালে এ সংক্রান্ত আইন প্রণয়ণের পরের বছর ১৫১ মিলিয়ন ফোন রেকর্ড ও টেক্সট মেসেজ সংগ্রহ করে এনএসএ। ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করে আলোচনায় আসেন এডওয়ার্ড স্নোডেন। তিনি গোয়েন্দা প্রতিষ্ঠানের হয়ে রেকর্ড করা এসব তথ্য ফাঁস করে দেন। রয়টার্স।


তহবিল বন্ধ সত্তে¡ও হোয়াইট হেলমেটের কার্যক্রম চলবে
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বেসরকারি দাতব্য সংগঠন হোয়াইট হেলমেট বলেছে, যুক্তরাষ্ট্র তাদের সাহায্য বন্ধ করে দিলেও তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবে। খবরে বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকাজে হোয়াইট হেলমেটকে দেয়া সহায়তা স্থগিত করে সক্রিয় পর্যালোচনার মধ্যে রাখা হয়েছে। সংস্থাটির প্রধান রায়িদ সালেহ বলেন, তারা যুক্তরাষ্ট্র কিংবা অন্যা কোনো দেশ থেকে সরাসরি সাহায্য গ্রহণ করেনি। তারা বিভিন্ন সংগঠন ও সংস্থার কাছ থেকে সহায়তা পেয়েছে। তিনি বলেন, আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। সংগঠনের যেসব কার্যক্রম চলছে, তা বন্ধ করা হবে না। আমাদের স্বেচ্ছাসেবীরা এখনও মাঠপর্যায়ে সক্রিয়
রয়েছে। রয়টার্স।


আসুন, পুরুষের মতো লড়াই করুন : ইনসে
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রধান বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘পুরুষের মতো লড়াইয়ের’ আহŸান জানিয়েছেন। শনিবার তিনি দেশটির কারাগারে থাকা কুর্দিপন্থী বিরোধী নেতাদের মুক্তির দাবি জানিয়ে এই আহŸান জানান। এর আগে তুরস্কের রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি) মুহাররেম ইনসেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আগামী ২৪ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কুর্দিপন্থী পিপলস ডেমোক্র্যাটি পার্টি (এইচডিপি) কারাগারে থাকা সালেহাতিন দেমিরতাসকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি প্রায় দেড় বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন। ইনসে বলেন, এইচডিপি এই দেশেরই সন্তান, একেপিও এই দেশের সন্তান। দেমিরতাসকে কারাগারে রাখবেন না। আসুন, পুরুষের মতো লড়াই
করুন। রয়টার্স।


মেয়েদের শিশু বয়সে বিয়ে দিন : গোপাল
ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এককথা আর তার দলের বিধায়ক বলেন আরেক কথা। দেশটিতে কন্যাশিশুদের বিয়ে ঠেকাতে মোদি বেটি বাঁচাও, বেটি বাঁচা প্রচারে নেমেছেন। কিন্তু বিজেপির বিধায়ক গোপাল পারমার এক অনুষ্ঠানে বলেছেন, লাভ জেহাদ ঠেকাতে শিশু বয়সেই মেয়েদের বিয়ে দিতে হবে। পারমারের মতো বিজেপি নেতাদের যুক্তি, আগেকার দিনে ছেলেমেয়েদের অল্পবয়সেই বিয়ে হয়ে যেত, নইলে তাদের বিয়ে ঠিক করে রাখা হতো। ফলে তারা ভুলের ফাঁদে পা দিত না। কিন্তু এখন মেয়েদের সময়মতো বিয়ে না হওয়ায় বিপদ বাড়ছে। ১৮ বছরের কম বয়সীদের বিয়ে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে পারমার ‘সামাজিক ব্যাধি’ বলে চিহ্নিত করেছেন। বাবা-মায়েদের উদ্দেশ্যে তার পরামর্শ, মেয়েরা যাতে লাভ জেহাদিদের খপ্পরে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকুন। এবিপি।
ফিনল্যান্ড হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইনকিলাব ডেস্ক : নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক মানেই ধর্ষণ নয়। ফিনল্যান্ড হাইকোর্টের এই রায়ে ক্ষুব্ধ সেদেশের নাগরিকদের একাংশ। তাদের দাবি, এক্ষেত্রে আরও কড়া সাজার নির্দেশ দিক আদালত। ঘটনা ফিনল্যান্ডের পিরকানমা প্রদেশের টামপেরে শহরের। অভিযোগ, জুসুফ মহম্মদ আব্বুদিন নামে ২৩ বছর বয়সি এক উদ্বাস্তু স্থানীয় এক ১০ বছরের নাবালিকার সঙ্গে সহমতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ঘটনায় আব্বুদিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও নিম্ন আদালত ও আপিল আদালত সেই অভিযোগ খারিজ করে দেয়। বদলে এই ঘটনাকে যৌন হেনস্থা বলে ঘোষণা করে আদালত। ৩ বছর কারাদÐের সাজা হয় অভিযুক্তর। এরপর ফিনল্যান্ডের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় আবেদনকারীরা। রয়টার্স।

পাকিস্তানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ২৩
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার মারওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি পাকিস্তানের। ওই খনি শ্রমিকদের অধিকাংশই পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা। স্থানীয় কর্মকর্তা জাওয়ায়িদ শাহওয়ানি জানান, খনিতে জমে যাওয়া মিথেন গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ডেইলি পাকিস্তান, রয়টার্স।


আফগানিস্তানে সংঘর্ষে ৩১ তালেবান নিহত
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের আন্দার জেলার একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের ওপর তালেবানরা হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাজধানী কাবুল থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আন্দার এলাকার ওই সংঘর্ষের সময় একটি বাড়িতে মর্টার শেলের আঘাতে দুই বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন, তালেবানরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সেখানকার কয়েকটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায়। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ