Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গাজীপুর সিটি নির্বাচনের সব কার্যক্রম বন্ধ -ইসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৯:৪৫ পিএম

হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত খবরে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন। এজন্য ইসির পক্ষ থেকে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, কী কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে সেটি স্থানীয় সরকার বিভাগ নাকি কমিশনের ভুল তা এখনো জানতে না পারলেও আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল।



 

Show all comments
  • aliakbar ৭ মে, ২০১৮, ১২:২৭ এএম says : 0
    বি,এন,পির পক্ষ থেকে সন্দেহ সত্যি হল। এখন দেখবার পালা সামনের জাতীয় নির্বাচন। নিরপেক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয় বার সরকার গঠন করা আওয়ালীগের পক্ষে আর কোন দিন সম্ভব হবে না। তবে হাঁ দলের নামটি পাল্টিয়ে যদি বাংলায় রাখে তবে জনগন বিবেচনা করে দেখলেও দেখতে পারে।
    Total Reply(0) Reply
  • Hmd Kabir Hossain ৭ মে, ২০১৮, ১:০৭ এএম says : 0
    সীমানা জটিলতা জানা সত্ত্বেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দল ও প্রার্থীদের ক্ষতিগ্রস্ত করেছে, তাই প্রার্থীগণের সমুদয় ক্ষতিপূরণ দিয়ে ব্যর্থতার দায় নিয়ে কমিশন কে এখনি পদত্যাগ করা উচিৎ।
    Total Reply(0) Reply
  • মোঃ হালিম মিয়া ৭ মে, ২০১৮, ১০:৪৪ এএম says : 0
    সংবিধানের ১২৫(গ) অনুচ্ছেদ অনুযায়ী আদালত তফসিল ঘোষনার পর নির্বাচন স্থগিত করতে পারে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ