পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত খবরে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন। এজন্য ইসির পক্ষ থেকে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, কী কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে সেটি স্থানীয় সরকার বিভাগ নাকি কমিশনের ভুল তা এখনো জানতে না পারলেও আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।