Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট অভ্যন্তরীন বিরোধে ৩ কিশোর ছুরিকাহত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৪:১৭ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় নিজেদের মধ্যে মারামারির ঘটনায় তিন কিশোর ছুরিকাহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মারকাজ মসজিদের সামনের এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে শঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বিকেলে কথাকাটাকাটি হয় দক্ষিণ সুরমার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিম আহমদ, আকরাম হোসেন ও অপুর মধ্যে। সন্ধ্যায় তারা তিনজন মারামারিতে জড়ায়। একপর্যায়ে আকরাম ও অপু মিলে ফাহিমকে ছুরিকাঘাত করে। এ সময় ফাহিমের হাতে থাকা ছুরিতে তারাও আহত হয়। পরে পথচারী লোকজন এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে। পালানোর সময় ফাহিমকে তারা উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ফাহিমের ফুসফুস ছিদ্র হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফাহিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে অপু ও আকরাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, কি কারণে তাদের মধ্যে ঝগড়া সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা তিনজনই বন্ধু ছিল। নিজেরা ঝগড়া করে মারামারিতে জড়ায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরোধ

২৯ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ