Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটছে হায়দরাবাদ

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:১৯ এএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলের শীর্ষস্থান নিয়ে চেন্নাই ও হায়দরাবাদের মধ্যে ইঁদুর-বিড়াল খেলাটা জমেছে বেশ। গতকাল দিনের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিল চেন্নাই। পরের ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে আবার তা পুনরুদ্ধার করেছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লির দেয়া ১৬৪ রানের লক্ষ্য টপঅর্ডারদের দৃড়তায় ১ বল হাতে রেখে পেরিয়ে যায় হায়দরাবাদ। দুই ওপেনার অ্যান্ড্রু হেলস (৩১ বলে ৪৫) ও শেখর ধাওয়ানের (৩০ বলে ৩৩) পর অবিচ্ছিন্ন ৩২ রানের জুটিতে জয় নিশ্চিত করেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩০ বলে ৩২*) ও ইউসুফ পাঠান (১২ এল ২৭*)।
এর আগে পৃত্থি শ এর ৩৬ বলে ৬৫ ও শ্রেয়াস আয়ারের ৩৬ বলে ৪৪ রানের পরও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে দিল্লি। হাতে ৯ উইকেট নিয়েও শেষ ১০ ওভারে তারা করতে পারে ৬৮ রান। ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব আল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হায়দরাবাদ

৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ