Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হলো সাবেকদের মিলনমেলা

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : কক্সবাজারে সফল সমাপ্তি হলো সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) ২০১৮’এর আসর। গত চারদিন ধরে সাবেক ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল পর্যটন নগরী কক্সবাজার।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয় পাঁচ দলের অংশগ্রহণের এই ক্রিকেট আয়োজন। এমসিসি এবার পেয়েছে নতুন চ্যাম্পিয়ন বেক্সিমকো ঢাকা মাস্টার্সকে। ফাইনাল ম্যাচে বেক্সিমকো ঢাকা ৫ উইকেটে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্সকে হারিয়ে তৃতীয় আসরের শিরোপা লাভ করে। ঢাকা কেবলমাত্র এমসিসির নতুন চ্যাম্পিয়নই নয়। ক্রিকেটের নতুন ভার্সন ১০০ বলের প্রথম চ্যাম্পিয়নও।
এ আয়োজনের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা। দ্বিতীয় আসরে রাজশাহী এবং অলস্টার হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন। এবার সব দলকে পিছনে ফেলে শিরোপা জিতে নিয়েছে বেক্সিমকো ঢাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ