Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ১৮ দেশের আরচ্যারদের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। ২০১৬ সালের পর ফের ঢাকায় বসছে এই আসর। এবারও বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। প্রতিযোগিতা উপলক্ষ্যে আইএসএসএফের সভাপতি সালেহ আল গামাস এখন বাংলাদেশে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনিই ছিলেন প্রধান অতিথি। টুর্নামেন্ট ও স্বাগতিক বাংলাদেশ নিয়ে ভ‚য়সী প্রশংসা করে গামাস বলেন, ‘গত বার সাফলভাবে আসর আয়োজন করেছিল বাংলাদেশ। এবারও সেটাই আশা করছি। এতে আরচ্যারির দিগন্ত বিস্তৃত হবে। মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ছড়িয়ে দেয়াই এর মূল উদ্দেশ্য। ১৮ টি দেশ এসেছে আশা করি ভবিষ্যতে আরো বাড়বে আশাকরি।’ এবারের টুর্নামেন্টটি বিশ্ব র‌্যাংকিংয়ের অন্তভর্‚ক্তি হয়েছে। র‌্যাংকিং নিয়ে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আইএসএসএফের সহায়তায় আমরা এবার র‌্যাংকিং মেশিন পেয়েছি। নিজেরাই র‌্যাংকিংয়ের কাজ করতে পারবো।’ আইএসএসএফের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাখ্যা দিলেন গামাস। তার কথায়, ‘বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন নিরলস কাজ করে যাচ্ছে আরচারি উন্নয়নে। ঢাকায় আইএসএসএফের পাঁচটি আসর হওয়ার কথা রয়েছে। এই আসরগুলোর মাধ্যমে বাংলাদেশের আচ্যারি ভালো করবে।’
ইসলামিক সলিডারিটি টুর্নামেন্টকে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই দেখছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তার কথায, ‘সামনে আমাদের বড় অ্যাসাইনমেন্ট এশিয়ান গেমস। এশিয়ান গেমসের আগে আরচার বাছাই ও নিজেদের অবস্থান যাচাইয়ের জন্য এই টুর্নামেন্টটা অত্যন্ত কার্যকরি।’ গত আসরে বাংলাদেশ ছয়টি স্বর্ণপদক জিতেছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ