Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তাইপে ম্যাচে কি করবেন সাবিনারা!

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে আগের দু’ম্যাচে ১৪ গোল হজম করেছে বাংলাদেশ মহিলা দল। বিপরীতে তারা করেছে মাত্র একটি গোল। মালয়েশিয়া ও ভিয়েতনামের বিপক্ষে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ মহিলা ফুটসাল দল ‘বি’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে আজ মোকাবেলা করবে চাইনিজ তাইপেকে। থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে কির করবেন সাবিনারা?
চরম বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়েই ফুটসালে অভিষেক হয়েছে বাংলাদেশের। থাইল্যান্ডের ব্যাংককে গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভিয়েতনাম তাদের হারায় ৭-০ গোলে। আগের ম্যাচে এক গোল করতে পারলেও ভিয়েতনাম ম্যাচে লাল-সবুজের মেয়েরা ছিল নিষ্প্রভ। টানা দু’ম্যাচ হেরে পরের রাউন্ডে ওঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আজ নিয়মরক্ষার ম্যাচে ব্যাংককের হুয়া ম্যাক ইনডোর স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে লড়বেন সাবিনারা। আগের দু’ম্যাচে ১৪ গোল হজম। আজ কত গোল হজমের ম্যাচ তাদের, এটাই এখন দেখার বিষয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ