Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক স্কোয়াডে থাকছেন তাসকিন

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে থাকছেন পেসার তাসকিন আহমেদ। তথ্যটি গতকাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরী। তবে ক্যাম্পে ডাক পেলেও তাসকিনের আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। দেবাশীষ বলেন, ‘আপাতত ক্যাম্পে যোগ দেয়ার মতো শারীরিক সক্ষমতা আছে তাসকিনের। তাই তাকে অনুশীলন করার কথা বলেছি আমরা। প্রাথমিক ক্যাম্পে যোগ দেয়ার পর তার পিঠের সমস্যার অবস্থা কি দাঁড়ায়, তার উপরই নির্ভর করবে তার আগামী সিরিজগুলোতে খেলা।’
১৩ মে থেকে জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্পে দেখা যাবে না নাসির হোসেনকে। ক্যাম্পে ফাস্ট বোলার তাসকিনের থাকা নিয়ে ক’দিন আগে সংশয় প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছিলেন, ‘আমরা ডাক্তারের রিপোর্ট তথা মতামতের অপেক্ষায় আছি।’ সেই মতামত হাতে পেয়ে গেছেন নির্বাচকরা। রিপোর্ট ইতিবাচক। তাই ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে থাকছেন তাসকিন।
এদিকে নাসিরের অনুশীলন ক্যাম্পে যোগ হচ্ছেনা বলে জানায় বিসিবি। কারণ তার হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন। ভারত, থাইল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া-এই তিন দেশের যে কোনো প্রতিষ্ঠিত অর্থোপেডিক বিশেষজ্ঞর হাতে অপারেশন করানোর কথাই ভাবছে বিসিবি। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই লিগামেন্ট ছিঁড়ে যাওয়া নাসিরের অপারেশন হবে ওই তিন দেশের যে কোনো একটিতে। কাজেই নাসিরের আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ