মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অভিবাসী হতে ইচ্ছুকদের যে দলটি মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছিল তাদের শেষ অংশটি শুক্রবার টেক্সাস সীমান্তে পৌঁছেছে। তারা শরণার্থীর মর্যাদা পাওয়ার জন্য আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ৭০ জন নারী-পুরুষের ওই দলটিই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গ্রহণ করা সবচেয়ে বড় অভিবাসীদের দল। এ সপ্তাহে এ নিয়ে মোট ২২৮ জনের আবেদন গ্রহণ করল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। অভিবাসী হতে ইচ্ছুকদের টেক্সাস সীমান্তে উপস্থিত হওয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সীমানায় আক্রমণ হয়েছে। প্রায় ৪০০ জনের যে দলটি গত সপ্তাহে তিজুয়ানায় পৌঁছেছিল তাদের কেউ কেউ অভিবাসী হওয়ার দীর্ঘ প্রক্রিয়া ও প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকির কথা বিবেচনা করে মেক্সিকোতেই অপেক্ষা করছেন। এপ্রিলে মোট ১ হাজার ২০০ সদস্যের ওই দলটির মেক্সিকো পার হয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার কথা জানা গিয়েছিল। দলটির সদস্যদের কেউ হন্ডুরাস, কেউ এল সালভাদর আবার কেউ গুয়েতেমালার নাগরিক। ২ হাজার মাইল পাড়ি দিতে হয়েছিল তাদের যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে। সময় লেগেছিল প্রায় এক মাস। অভিবাসীদের এমন দল ২০১০ সাল থেকেই নিয়মিত মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাচ্ছে। মূলত দক্ষিণ আমেরিকা থেকে যাওয়া ওইসব নাগরিকরা মেক্সিকোতেও অবৈধ। মেক্সিকোতে ঢোকার কোনও বৈধ নথি তাদের নেই। যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে যেতে থাকা অভিবাসী হতে ইচ্ছুকদের ওই বহরের কথা জনে ক্রুদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটারে লিখেছিলেন,মেক্সিকো তাদের ঠেকাতে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। দেশটি যদি অভিবাসী হতে ইচ্ছুক দলটির যুক্তরাষ্ট্রে ঢোকা ঠেকাতে পদক্ষেপ না নেয় তাহলে নাফটা চুক্তি থেকে পাওয়া মেক্সিকোর সুবিধা বন্ধ করিয়ে দেবেন তিনি। এবার ওই অভিবাসীদের সামলাতে যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী জেফ সেশনস টেক্সাস সীমান্তে আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আর ট্রাম্প তো আগে থেকেই অসন্তুষ্ট। সোমবার তিনি টুইটারে লিখেছিলেন, ‘আমাদের দক্ষিণ সীমান্ত আক্রান্ত হয়েছে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।