Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানে বিশ্বের ব্যস্ততম রুট মালয়েশিয়া-সিঙ্গাপুর

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:৪৫ এএম


সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মধ্যকার বিমান ভ্রমণ পথ বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক রুটে পরিণত হয়েছে। এক গবেষণায় এমনটিই দেখা গেছে।
বিমান পরিবহন বিষয়ক গবেষণা সংস্থা ‘ওএজি অ্যাভিয়েশন’ বলেছে, এ রুটে চলতি বছরের ফেব্রæয়ারি মাসে দুই বিমানবন্দরে প্রায় ৩০ হাজার ৫৩৭ বার বিমান চলাচল হয়েছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে রুটটিতে চলেছে ৮৪টি ফ্লাইট। ফলে, হিসাবের দিক দিয়ে এ রুট এশিয়ার গন্তব্যস্থলগুলোর তালিকায় এগিয়ে থাকা হংকং-তাইপে রুটকেও ছাড়িয়ে গেছে।
সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের মধ্যে বিমান যাত্রায় সময় লাগে প্রায় এক ঘণ্টা। দুই দেশের মধ্যে এখন উচ্চ গতির রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলারও পরিকল্পনা করা হচ্ছে। সিঙ্গাপুর-মালয়েশিয়া রুটে চলাচল করে স্কুট, জেটস্টার, এয়ার এশিয়া, মালিন্দো এয়ারসহ দুই দেশের পতাকাবাহী সিঙ্গাপুর এয়ারলাইনস ও মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান।
ওএজি অ্যাভিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাইরে ব্যস্ততম আন্তর্জাতিক রুট হল নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর ও কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দর। ফেব্রুয়ারিতে এ রুটে ১৬ হাজার ৯৫৬ টি ফ্লাইট চলাচল করেছে। আর বিমানযাত্রীর সংখ্যা বিবেচনায় হংকং ও তাইওয়ানের রাজধানী তাইপে সবচেয়ে ব্যস্ততম। এ রুটে যাত্রী সংখ্যা ৬৫ লাখ। দ্বিতীয় ব্যস্ততম রুট হচ্ছে, সিঙ্গাপুর-জাকার্তা (৪৭ লাখ যাত্রী) এবং এরপর আছে, সিঙ্গাপুর-কুয়ালালামপুর (৪০ লাখ)। তবে বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক রুটও হার মেনেছে একটি দেশের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীন রুটের বিমানযাত্রার কাছে। আর তা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে দেশটির উপকূলবর্তী একটি জনপ্রিয় ছুটি কাটানোর দ্বীপ যেজুর মধ্যকার ফ্লাইট। এটি বিশ্বের ব্যস্ততম বিমান রুট। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ এ রুটে প্রায় ৬৫ হাজার ফ্লাইট চলাচল করেছে। ওএজির হিসাব মতে যা প্রতিদিন গড়ে প্রায় ১৮০ বার যাত্রার সমান। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ