Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামেও বিধ্বস্ত সাবিনারা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ফুটবলে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেলেও ফুটসালে বলা চলে তারা প্রায় শিশু। যার প্রমাণ এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপ। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এ আসরে যেন দাঁড়াতেই পারছে না লাল-সবুজের মেয়েরা। বুধবার প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে (৭-১) বিধ্বস্ত হলেও একটি গোল করেছিল তারা। কিন্তু গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে কোন গোলের দেখা পায়নি বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত এ ম্যাচে ভিয়েতনাম ৭-০ গোলে বিধ্বস্ত করে সাবিনাদের। টানা দুই ম্যাচ হারের কারণে টুর্নামেন্টের পরের রাউন্ডে ওঠার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। কাল বাংলাদেশকে সামনে পেয়ে যেন গোল উৎসবে মেতে ওঠে ভিয়েতনাম। ম্যাচের প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে করে আরও চার গোল। বল চলে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি লাল-সবুজের মেয়েরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ভিয়েতনাম একের পর এক গোল আদায় করে নেয়। তাদের বড় জয়ে হ্যাটট্রিক করেন দো থাই গুয়েন।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও প্রথমে গোল করেছিল বাংলাদেশই। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত ভালো খেলে মালয়েশিয়াকে ব্যবধান বড় করতে দেয়নি লাল-সবুজরা। সে তুলনায় ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ছিল অনেকটাই অসহায়। বিশেষ করে বিরতির পর ভিয়েতনাম প্রায় পুরোটা সময়ই খেলেছে বাংলাদেশের সীমানায়। তাদের পরিকল্পিত আক্রমণের সামনে আতœসমর্পণ করেন সাবিনা-কৃষ্ণারা। ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় ভিয়েতনাম (১-০)। ১১ মিনিটে তারা ব্যবধান দ্বিগুণ করে (২-০)। প্রথমার্ধের শেষ গোল তারা করে ম্যাচের ১৩ মিনিটে (৩-০)। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল আদায় করে নেয় বিজয়ীরা (৪-০)। পরে তিন গোল করে ব্যবধান ৭-০ তে নিয়ে আসে। শেষ পর্যন্ত গোল উৎসব থামে তাদের রেফারীর শেষ বাঁশি বাঁজার সঙ্গে সঙ্গে।
আগামীকাল বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ