Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইরিশ ইতিহাসের অংশ যারা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ মে ডাবলিনে ক্রিকেট ইতিহাসে নতুন করে নাম লেখাবে আয়ারল্যান্ড। ঐ দিনই পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আইরিশরা। এজন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ঐতিহাসিক টেস্ট সিরিজে সৌভাগ্যবান সেই ১৪ জনের দলকে নেতৃত্বে দেবেন ওয়ানডে ও টি-২০ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
প্রধান কোচ গ্রাহাম ফোর্ড শক্তিশালী দলই ঘোষণা করেছেন। আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট হলেও দলটির একজন খেলোয়াড়ের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হলেন- বয়েড র‌্যানকিন। ২০১৩-১৪ মৌসুমে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন র‌্যানকিন। সেটিই ছিলো তার প্রথম ও শেষ টেস্ট। ঐ টেস্টে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ১৩ রান করেন ৩৩ বছর বয়সী র‌্যানকিন।
আয়ারল্যান্ডের হয়ে অভিষেক খেলতে পারলে বিশ্বের ১৫তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দু’দেশের হয়ে খেলার নজির গড়বেন র‌্যানকিন। প্রথম এমন নজির গড়েছিলেন কেপলার উইসেলস। ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলার পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ম্যাচ খেলেন উইসেলস। গেল অক্টোবরে আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করা অস্ট্রেলিয়ান বংশদ্ভুত নাথান স্মিথকেও রাখা হয়েছে আইরিশদের অভিষেক টেস্টের দলে।
উল্লেখ্য, গত জুনে জুনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেয়। আগামী ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হবে আফগানদের।
আয়ারল্যান্ড টেস্ট দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, এড জয়েসে, টাইরোন কেন, অ্যান্ডি ম্যাকব্রিন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রায়ান, নিল ও’ব্রায়ান, বয়েড র‌্যানকিন, নাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থমসন ও গ্যারি উইলসন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ