Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপোটার্স ফোরামের চোখে সেরারা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে এবং সাইফ স্পোর্টিং ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় শেষ হলো ‘সাইফ পাওয়ার ব্যাটারি বিএফএসএফ-বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে ২০১৬-১৭ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, কোচ ও রেফারীদের মধ্যে সেরাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফ পাওয়ার ব্যাটারি’র জিএম (ফাইনান্স এন্ড একাউন্টস) হেলাল উদ্দিন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম আকবর। এবং স্বাগত বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের। শুরুতে দেশের ফুটবল ও ফোরামের বিভিন্ন কার্যক্রম লিখিত বক্তব্যে তুলে ধরা হয়।
বিভিন্ন ক্যাটাগরীতে সম্মানা প্রাপ্তরা : সেরা ডিফেন্ডার- মঞ্জুরুর রহমান মানিক (ঢাকা মোহামেডান), সেরা মিডফিল্ডার - আলী হোসেন (শেখ জামাল), সেরা স্ট্রাইকার- নাইন খান জাভেদ (শেখ জামাল), সেরা গোলরক্ষক- রেদওয়ান হোসেন পাপ্পু (সাইফ স্পোর্টিং ক্লাব), উদীয়মান খেলোয়াড় - মাহবুবুর রহমান সুফিল (আরামবাগ ক্রীড়া সংঘ), সেরা খেলোয়াড়- মাসুক মিয়া জনি (চট্টগ্রাম আবাহনী লি:), সর্বোচ্চ গোলদাতা- তৌহিদুল আলম সবুজ (চট্টগ্রাম আবাহনী লিঃ), সেরা কোচ- সাইফুল বারী টিটু (চট্টগ্রাম আবাহনী লিঃ), সেরা সহকারী কোচ- তাজউদ্দিন তাজু (শেখ জামাল). সেরা গোলরক্ষক কোচ- মো: হুমায়ূন (সাইফ স্পোর্টিং ক্লাব), সেরা রেফারী- মিজানুর রহমান, সহকারী রেফারী- নুরুজ্জামান ও মাহমুদ জামাল ফারুক নাহিদ, সেরা সমর্থক- মো: হাসান (ঢাকা আবাহনী লিঃ)। এছাড়াও বিশেষ সম্মানা পান সফল সংগঠক মো: শাহজাহান কবির (প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রাসেল ক্রীড়া চক্র), মো: মফিজ উদ্দিন, সহকারী শিক্ষক, কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), মিনতি রানী শীল, (প্রধান শিক্ষক, কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়) ও মো: ওমর (সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ