Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাই লড়লেন ফারজানা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রস্তুতিটা ভালোই হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু আসল ম্যাচে এর ছিটেফোঁটাও পাওয়া গেল না। পঁচেফস্টুমে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ১১৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে রুমানা আহমেদের দল। পুরো ম্যাচে জয়ের কোন আবহও তৈরী করতে পারেনি বাংলাদেশের প্রমিলা ক্রিকেটাররা।
টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রানের বড় সংগ্রহ গড়ে প্রোটিয়া নারীরা। ৪২ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন চোল ট্রিয়ন। বল হাতেও এই অল-রাউন্ডার নেন ২ উইকেট। এছাড়া ওপেনার লিজেলে লি’র ফিফটি ও অধিনায়ক ভন নিকার্কের চল্লিশোর্ধো ইনিংসে ভর করে বড় পুঁজি গড়ে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন জাহানারা আলম, নাহিদা আখতার ও ফাহিমা খাতুন।
জবাবে দ্বিতীয় ওভারে অভিষিক্ত ওপেনার মুর্শিদা খাতুনকে হারালেও ৬৩ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সানজিদা ইসলাম এবং ফারজানা হক। কিন্তু দলীয় ৬৮ রানে সানজিদা বিদায় নিতেই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। তবে অপর প্রান্ত আকড়ে একাই লড়াই করে যান ফারজানা। ১১২ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাহিদা। শেষ উইকেটে পান্না ঘোষকে নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রানের জুটিতে হারের ব্যবধান কমান ফারজানা। বাংলাদেশের আট ব্যাটসম্যানই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে ২৭ বলে ২৩ রান করে আউট হন পান্না। ফারজানা শেষ পর্যন্ত অরাপাজিত থাকেন ৬৯ রান করে। এজন্য অবশ্য তিনি খেলেন ১৪৬টি বল। ১০ ওভারে মাত্র ২৩ রানের খরচায় ৩ উইকেট নিয়ে স্বগতিকদের মধ্যে সেরা বোলার অধিনায়ক নিকার্ক।
দক্ষিণ আফ্রিকা নারী দল : ৫০ ওভারে ২৭০/৯ (লি ৫৪, নিকার্ক ৪৪, ট্রিয়ন ৬৫; জাহানারা ২/৬২, নাহিদা ২/২২, ফাহিমা ২/৫৩)। বাংলাদেশ নারী দল : ৪৯.৩ ওভারে ১৬৪ (সানজিদা ৩৫, ফারজানা ৬৯*, পান্না ২৩; নিকার্ক ৩/২৩, ট্রিয়ন ২/১৪)। ফল : দক্ষিণ আফ্রিকা নারী দল ১১৬ রানে জয়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ